যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহু আলোচিত ও প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,
“চুক্তি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র পাবে মোট ৫৫ শতাংশ শুল্ক সুবিধা, আর চীন পাবে ১০ শতাংশ।”
তিনি আরও জানান, চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং বিরল খনিজ সরবরাহে সম্মত হয়েছে, যা মার্কিন প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি দেবে, যেটিকে ট্রাম্প ‘সবসময়ই ভালো লেগেছে’ বলে উল্লেখ করেছেন।
ট্রাম্প বলেন,
“দুই দেশের সম্পর্ক দারুণ। এটি উভয় দেশের জন্যই একটি বড় জয় হবে।”
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে মার্কিন পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা যায়।
চুক্তিটি স্বাক্ষরের আগে চলতি সপ্তাহেই লন্ডনে যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শুল্ক নীতির সমন্বয়।
উল্লেখ্য, এ বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীনের ওপর নতুন করে উচ্চ শুল্ক আরোপ করেছিল, যার প্রতিক্রিয়ায় চীনও পাল্টা ব্যবস্থা নেয়। তবে মে মাসে প্রাথমিকভাবে দুই দেশ ৯০ দিনের জন্য শুল্ক কার্যক্রম আংশিক স্থগিত করতে সম্মত হয়।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই