জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির শৃঙ্খলা কমিটি। ধানমন্ডি থানায় আটক তিন নেতাকে মুচলেকায় ছাড়িয়ে আনার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই নোটিশ প্রকাশ করা হয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, তিন দিনের মধ্যে হান্নান মাসউদকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
আটক হওয়া তিনজনের মধ্যে ছিলেন:
তাদেরকে ধানমন্ডি থানা পুলিশ মঙ্গলবার দুপুরে আটক করে। এরপর বিকেলে থানায় হাজির হন হান্নান মাসউদ এবং থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকের পর নিজের জিম্মায় তিনজনকে মুক্ত করেন।
এই ঘটনার জেরে সাইফুল ইসলাম রাব্বীকে নৈতিক স্খলনের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য দু’জনের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
হান্নান মাসউদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “আমি এমনি খোঁজখবর নিতে গিয়েছিলাম। একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মীমাংসা হয়েছে। বাইরের অনেকেই এ ঘটনার সঙ্গে জড়িত, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
এই ঘটনা এনসিপির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় দলীয় কাঠামোর সক্রিয়তার ইঙ্গিত দেয়। তবে উচ্চপর্যায়ের নেতৃত্ব থেকে থানায় গিয়ে জিম্মায় মুক্তি দেওয়ার বিষয়টি সাংগঠনিক স্বচ্ছতা ও পক্ষপাতবিহীনতার প্রশ্নও তুলেছে।
সূত্র:নয়াদিগন্ত
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ