দেশব্যাপী সাহিত্য ও গীতি আলেখ্য প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাহিত্য-সংস্কৃতি বিভাগের এক অনন্য আয়োজন।
বুধবার, ১ মে ২০২৫, রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে উদ্ভাসিত হয় এক সৃজনশীল সন্ধ্যা।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী লেখিকারা তাঁদের লেখা আবৃত্তি করেন, আর দলের শিল্পীরা প্রাণবন্ত গীতি আলেখ্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যান। পুরো আয়োজন ছিল আদর্শ, নান্দনিকতা ও সাংস্কৃতিক চেতনার এক সৌন্দর্যমণ্ডিত সম্মিলন।
উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় দায়িত্বশীলা নাজমুন নাহার নীলু বলেন:
“একটি জাতিকে এগিয়ে নিতে হলে প্রয়োজন চিন্তাশীল, মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি ও সাহিত্যচর্চা। প্রতিভা শুধু ব্যক্তিগত নয়, তাকে বিকশিত করতে প্রয়োজন সংগঠিত ও উদ্দেশ্যনিষ্ঠ প্রয়াস। সাহিত্য-সংস্কৃতি বিভাগ সেই দায়িত্বই নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে। আদর্শিক লড়াইয়ে কলম হতে পারে শক্তিশালী অস্ত্র।”
প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেন:
“সাহিত্য ও সংস্কৃতি মানুষের চেতনার আয়না। সংগ্রামী জীবনে লেখনী ও শিল্প হতে পারে পরিবর্তনের সোপান। আমাদের উচিত বুদ্ধিবৃত্তিক জাগরণ ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে একটি স্নিগ্ধ সমাজ নির্মাণে ভূমিকা রাখা। যখন মালিকানার পরিবর্তে দায়িত্ববোধ, এবং স্বার্থের পরিবর্তে আদর্শ স্থান পায়, তখন সাহিত্য হয়ে ওঠে সমাজ রূপান্তরের হাতিয়ার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান
আইন ও মানবসম্পদ বিভাগের সম্পাদিকা সাবিকুন্নাহার মুন্নী
বিশিষ্ট সাংবাদিক কামরুন্নেসা মাকসুদা
খ্যাতিমান লেখিকা নুরুন্নাহার নীরু
কবি নাজমা ফেরদৌসী
বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় একটি হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক আয়োজন, যেখানে সুর, ছন্দ ও আদর্শ এক হয়ে প্রকাশ পায় শিল্পের অনুপম সৌন্দর্য।
এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা ছিল না, বরং ছিল নারী সমাজের সৃজনশীলতা ও চেতনার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। সাহিত্য ও সংস্কৃতির এমন চর্চাই গড়ে তুলতে পারে একটি আদর্শ, সৌহার্দ্যপূর্ণ ও নৈতিক সমাজ।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ