বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করছে, অথচ জনগণ দ্রুত নির্বাচন চায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তাই অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত।
শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
“প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন” শীর্ষক সভাটির আয়োজক ছিলেন ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের প্রতিনিধিরা।
জাহিদ হোসেন বলেন, “দেশের প্রায় এক কোটিরও বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। এমনকি বিগত ১৭ বছর ধরে এ দেশের জনগণও তাদের ভোট দিতে পারেনি। এখন ড. ইউনূসের নেতৃত্বে যে নির্বাচন সংস্কার চলছে, আমরা আশা করি, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে জনগণের ভোটাধিকার হরণ করেছে। জনগণের সঙ্গে কোনো দায়বদ্ধতা ছিল না বলেই সুষ্ঠু নির্বাচন হয়নি। আজ তারা তাদের অপকর্মের ফল পাচ্ছে।”
তিনি দাবি করেন, “প্রবাসীদের জন্য সর্বপ্রথম কার্যকর উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু প্রবাসী আয় প্রেরণই নয়, গার্মেন্টস খাতের ভিত্তিও স্থাপন করেন। তাই মুক্তিযুদ্ধের পাশাপাশি তাকেও আজীবন স্মরণ করা দরকার।”
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতনের বিষয়ে তিনি বলেন, “যে ঐকমতের ভিত্তিতে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। জনগণ নির্বাচন বিলম্ব চায় না। তারা ভোটাধিকার চায়।”
সভায় প্রবাসীদের সম্পদ রক্ষার দাবিও তুলে ধরেন তিনি এবং জানান, “এই দাবির সঙ্গে বিএনপি সবসময় একমত। শুধু প্রয়োজন বাস্তবসম্মত বাস্তবায়ন কৌশল নির্ধারণের।”
সভায় প্রধান আলোচক হিসেবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য এম এ মালিক বলেন, “সিলেটসহ সারা দেশে প্রবাসীদের ঘরবাড়ি সরকার দখল করেছে। যাদের রেমিট্যান্সে দেশ চলে, তাদের সম্পদ রক্ষা ও ভোটাধিকার নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে, আগুন দেয় এবং এমনকি মাটিও তুলে নিয়ে যায়।”
সভায় সভাপতিত্ব করেন প্রবাসী পরিবার ২৪ এর সমন্বয়ক ও সাপ্তাহিক জয়যাত্রার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।
সভায় আরও উপস্থিত ছিলেন:
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ