বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল–জাজিরা’য় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি রবিবার আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, "বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তারা আমাদের চলে যেতে বলছে না। আমরা একটি ভালো নির্বাচন আয়োজনের পথেই এগোচ্ছি।" তিনি আরও জানান, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত হস্তান্তর দাবি করেছে।
শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রতি জনমনে ‘মধুচন্দ্রিমা’ শেষ হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, জনগণের মধ্যে কিছুটা অধৈর্যতা থাকলেও তারা এখনো সরকারের প্রতি আস্থা রাখছে।
রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে কাজ চলছে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বোঝাপড়া তৈরি করা, যাতে রোহিঙ্গারা নিরাপদে নিজেদের ঘরে ফিরতে পারে।"
সাক্ষাৎকারে ড. ইউনূস উল্লেখ করেন, অর্থবহ সংস্কার ও ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন উপহার দিতে চান তারা। তিনি জানান, যদি সংস্কারের তালিকা ছোট হয়, তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে; আর যদি বড় হয়, তবে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন জুনের পরে গড়াবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগকে প্রথমে নিজের সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হবে। তবে এটি পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। অন্য রাজনৈতিক দলগুলোর আপত্তির বিষয়টিও বিবেচনায় আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
সাক্ষাৎকারের সারাংশে স্পষ্ট, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই