বাগেরহাট-০২ আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও সতর্কতামূলক বার্তা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কর্মপরিষদের সূরা সদস্য ও যুবক বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ।
তিনি বলেন—
“ঈদুল আজহার শিক্ষা আত্মত্যাগ, সহনশীলতা ও পবিত্রতা। কোরবানির উদ্দেশ্যে গড়ে ওঠা পশুর হাটগুলোর পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”
এই প্রেক্ষিতে তিনি সচেতন নাগরিক হিসেবে নিম্নোক্ত সামাজিক দায়িত্বগুলো মেনে চলার আহ্বান জানানঃ
১. হাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা একটি ঈমানী দায়িত্ব।
২. পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে, রাস্তায় বা ড্রেনে নয়।
৩. পরিচ্ছন্ন হাট জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, তাই জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণে অংশ নিন।
৪. ভিড়, জটলা এবং বিশৃঙ্খলা এড়িয়ে চলুন।
৫. দামদরের সময় ভদ্রতা ও সৌজন্য বজায় রাখুন, অশালীন কথাবার্তা এড়িয়ে চলুন।
৬. যানবাহন যত্রতত্র পার্ক না করে হাটের প্রবেশ ও বাহির পথ খোলা রাখুন।
৭. পকেটমার, চাঁদাবাজ ও জাল টাকার কারবারিদের সম্পর্কে সচেতন থাকুন।
৮. সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করুন।
৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলুন।
১০. কোনো বিবাদ বা সমস্যায় জড়ানোর পরিবর্তে প্রশাসনের সাহায্য নিন।
১১. গুজব বা উত্তেজনাপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকুন।
১২. কোরবানির মূল শিক্ষা ও ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রেখে আচরণ করুন।
পরিশেষে, তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন—
“আসুন, আমরা এই ঈদে সচেতনতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সমাজে শান্তি ও পবিত্রতা নিশ্চিত করি।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ