পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন, তাদের উদ্দেশে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এ পোস্টে তিনি শিক্ষার্থীদের ঈদের ছুটিকালীন সময়টিকে নৈতিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
পোস্টের শুরুতেই তিনি লেখেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীরা, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা পালনের জন্য যারা বাড়িতে গিয়েছেন, তাদের জন্য আমার কিছু কথা আছে…”
এরপর তিনি একে একে তুলে ধরেন ১৬টি গুরুত্বপূর্ণ নির্দেশনা—যা একজন ঢাবি শিক্ষার্থীর সামাজিক দায়িত্ব, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক হতে পারে। উল্লেখযোগ্য পরামর্শগুলোর মধ্যে রয়েছে:
সবশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে লেখেন,
“আপনারা এমন কাজ করবেন যেন এলাকার মানুষরা অপেক্ষা করে—আপনি আবার কবে আসবেন!”
সহকারী প্রক্টরের এই পোস্ট ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মন্তব্য করেছেন, এটি কেবল একটি নির্দেশনা নয়—বরং একজন দায়িত্বশীল, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রেরণাদায়ক রূপরেখা।