তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ শীর্ষ সম্মেলনকে যুদ্ধ অবসান ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।
শনিবার (১৭ মে) আলবেনিয়ায় একটি ইউরোপীয় শীর্ষ সম্মেলন থেকে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, “ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলকে একত্রিত করা যুদ্ধ অবসান এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ থামাতে হলে অস্ত্রকে নীরব করে কূটনীতিকে সক্রিয় করতে হবে। এই সুযোগ হারালে চলবে না।”
শুক্রবার তুরস্কের উদ্যোগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছরেরও বেশি সময় পর সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে যদিও যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি, তবে উভয় পক্ষ একটি বড় পরিসরের বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।
আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জানান, পরবর্তী ধাপে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের পরিকল্পনা রয়েছে।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, “আমরা নেতৃবৃন্দের বৈঠককে সম্ভব মনে করি, তবে তা হবে তখনই, যখন দুই পক্ষের মধ্যে বাস্তবসম্মত অগ্রগতি ও চুক্তি দৃশ্যমান হবে।”
রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কিও জানিয়েছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে উভয় দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করবে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি।
সূত্র: এএফপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই