পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের জম্মু ও কাশ্মিরে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতের প্রতিশোধমূলক অভিযানের—‘অপারেশন সিন্দুর’—ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা হামলা হয়।
ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাতে সংবাদ সংস্থা ANI জানায়, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (LoC) ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারান। ভারতীয় সেনাবাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বলে সূত্র জানায়।
নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও ভারী কামানের গোলাবর্ষণ চলছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এর আগে, পহেলগাম পর্যটক হামলার জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এতে অন্তত ৮ জন নিহত হন, যার মধ্যে ২ জন শিশু রয়েছে, এবং আহত হন ৩৫ জন।
এ ঘটনায় দক্ষিণ এশিয়ায় দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে পরিস্থিতি মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই