সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি ঘনিষ্ঠ আইনজীবীরা।
বক্তারা অভিযোগ করেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবাধিকার ধ্বংসে বিচারপতি খায়রুল হক মুখ্য ভূমিকা পালন করেছেন। তাঁরা বলেন, তাঁর মতো ব্যক্তিকে বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তি না দিলে ভবিষ্যতে বিচার বিভাগের নিরপেক্ষতা আরও হুমকির মুখে পড়বে।
বিক্ষোভে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “খায়রুল হক সংবিধান পরিবর্তনের নামে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম করেছেন। এখন সময় তাঁকে জবাবদিহির আওতায় আনার।” একই সুরে ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “একটি কলমের খোঁচায় যে ব্যক্তি দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, তাকে আজও আইনের আওতার বাইরে রাখা হলো—এটি জাতির জন্য লজ্জার বিষয়।”
বক্তারা আরও বলেন, দেশের আদালতগুলোতে এখনও যেসব দলীয়করণ ও ফ্যাসিবাদী মনোভাবসম্পন্ন বিচারক বহাল আছেন, তাঁদেরও অপসারণ করতে হবে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, খায়রুল হকের বিচার না হলে জাতীয়তাবাদী আইনজীবীরা আরও কঠোর আন্দোলনে নামবেন।
সমাবেশে আরও বক্তব্য দেন ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্যসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুলসহ অনেকে।
এর আগে গত ২৭ এপ্রিল খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই কর্মসূচির অংশ হিসেবেই আজকের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানান, তাঁরা এই দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।
সূত্র:কালের কন্ঠ
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড