বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরের গাছায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ তিনজনকে আদালতে হাজির করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি প্রিজনভ্যানে করে তাদের গাজীপুর মহানগর আদালতে আনা হয়। মামলার অন্য দুই আসামি হলেন- এক্সিম ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আহসান উল্লাহ চৌধুরী জানান, “আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, র্যাব সদস্য এবং সাদা পোশাকে নজরদারির ব্যবস্থা নেওয়া হয়।”
আদালত সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর কথা ছিল। এই মামলায় পরবর্তী শুনানির তারিখ ২২ জুন ধার্য করেছেন আদালত। অপরদিকে, নজরুল ইসলাম মজুমদার ও জিয়াউল আহসান পৃথক একটি মামলায় হাজিরা দিতে আসেন। তবে আদালতে ডেথ রেফারেন্স কার্যক্রম চলমান থাকায় সেদিন মামলার কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড