সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এবং তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মো. আব্দুর রহমান অসাধু উপায়ে ৬ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদের মালিক হয়েছেন, যা তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের নামে রয়েছে। তিনি এ অর্থ অর্জনে সহায়তা করেছেন এবং নিজ নামে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে মোট ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে ২৬ কোটি ৫৬ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন, যা মানিলন্ডারিং ও দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে অভিযোগ রয়েছে।
মামলাটি এখন তদন্তাধীন, এবং তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা প্রয়োজন বলেই দুদক আদালতে আবেদন করে। আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড