ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, কাজী মনিরুল ইসলামের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে গত জুলাইয়ের গণআন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা সাতটি মামলায় তিনি প্রধান আসামি। এসব মামলায় তার বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া, ভাঙচুর ও রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ও চলমান মামলাগুলোর তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রসঙ্গত, কাজী মনিরুল ইসলাম মনু আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং অতীতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি তাকে ঘিরে বেশ কয়েকটি অভিযোগ ও বিতর্ক সামনে আসে, যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড