বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় এবং খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে শেখ সালাহউদ্দিনের দুই ভাই শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেলকেও বিদেশ গমনে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা তাদের নামে ও বেনামে অর্জিত সম্পত্তি বিদেশে স্থানান্তর করে দেশত্যাগের পরিকল্পনা করছেন।
আবেদনে আরও বলা হয়, তারা যদি বিদেশে পালিয়ে যান, তাহলে চলমান তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত জরুরি।
আদালত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দুদকের আবেদন মঞ্জুর করেন এবং অভিযুক্ত চারজনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
সূত্র:বাসস
মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি
সব রাজনৈতিক মামলা প্রত্যাহার দাবিতে ছাত্র শিবিরের ৩ সপ্তাহের আল্টিমেটাম
আদালতে শুনানিতে পলক বলেন, ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন
দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সিদ্ধান্তে এগোচ্ছে সরকার
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না