ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরে গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানায়। পরদিন, রোববার (১৮ মে) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু।
বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড গণহত্যার অংশ।”
মিডিয়া অফিসের তথ্যমতে, ইসরায়েলি সেনারা উত্তর গাজার এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে এবং ৩ লাখের বেশি বাসিন্দাকে গাজা শহরের দিকে ঠেলে দিয়েছে—যেখানে তাদের জন্য আশ্রয়ের ন্যূনতম ব্যবস্থাও নেই।
এছাড়া, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের বাধা দেওয়ায় প্রায় ১৪০ জন নিহতের মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। এই আচরণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করেছে গাজার মিডিয়া অফিস।
উত্তর গাজার জাবালিয়া, বাইত লাহিয়া এবং তেল আল-জাতার শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি ড্রোনের মাধ্যমে শত শত তাঁবু ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে হাজার হাজার পরিবার এখন গাজা শহরের আল-জালাআ ও আল-সাফতাউই এলাকার রাস্তায় খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের জন্য নেই পর্যাপ্ত খাদ্য, পানি বা ওষুধ।
মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, "আন্তর্জাতিক মহলের নীরবতা এবং কিছু দেশের নির্লজ্জ সহযোগিতা এই মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করছে।"
বিবৃতিতে গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া, মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।
এদিকে, আনাদোলুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উপসাগরীয় সফরের সময় ইসরায়েলি বাহিনী চার দিনে ৩৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে—যা সফরের আগের চার দিনের তুলনায় প্রায় চারগুণ বেশি।
উল্লেখ্য, ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য, পানি ও ওষুধ প্রবেশ পুরোপুরি বন্ধ রেখেছে। ১৮ মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল আবারও হামলা শুরু করে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ হাজার ২০০ জন ফিলিস্তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই