গাজা শহরে চালানো এক পরিকল্পিত অভিযানে হামাসের এক সিনিয়র কর্মকর্তা মাহমুদ আবু হাসিরাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শিন বেট (ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) এর সঙ্গে যৌথ অভিযানে মাহমুদ আবু হাসিরাকে টার্গেট করে হত্যা করা হয়। তিনি হামাসের গাজা ব্রিগেড কমান্ডারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়, মাহমুদ আবু হাসিরা ২০১৪ সালের জুলাই মাসে সংঘটিত একটি ‘উল্লেখযোগ্য’ হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। ওই হামলায় হামাসের যোদ্ধারা একটি সুড়ঙ্গপথ ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় প্রবেশ করে। এতে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত ও একজন আহত হয়।
এ বিষয়ে এখনো হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
ক্ষুধায় ধুঁকছে গাজা, মৃতের সংখ্যা বাড়ছেই—শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু
গ্রেফতারি আবেদন শুনেই লন্ডন ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বাংলাদেশের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মানেনি হামাস
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না