ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের পরবর্তী শুনানি ও আদেশের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৯ জুন দিন ধার্য করেছে।
তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময় ট্রাইব্যুনালে হাজির হয়নি, যার কারণে বিচারপতি মো: গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই আদেশ দিয়েছে।
অভিযোগের ভিত্তি হলো ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—শেখ হাসিনার বলে একটি অডিও, যা পুলিশের সিআইডি ফরেনসিক পরীক্ষায় সত্য প্রমাণিত হয়েছে।
ট্রাইব্যুনাল ১৫ মে তাদের জবাব দিতে বলেছিল, কিন্তু তারা দাখিল করেনি। পরে ২৫ মে হাজির হওয়ার নির্দেশ থাকলেও উপস্থিত হননি। এজন্য ট্রাইব্যুনাল দুইটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৩ জুন সকালে হাজির হওয়ার নোটিশ দিয়েছিল।
নোটিশে বলা হয়েছে, তারা নির্ধারিত সময় উপস্থিত না হলে অভিযোগের ওপর একতরফা বিচার কার্য সম্পন্ন হবে।
সূত্র: বাসস
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড