উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে গুপ্তকাশী থেকে কেদারনাথগামী একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
রোববার আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টারটি কেদারনাথ ধামের দিকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। উড্ডয়নের ১০ মিনিট পর গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
উত্তরাখণ্ড পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিএফ) ভি মুরুগেশান জানা, দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারটিতে ছয় আরোহী ছিলেন।
এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, রাজ্যের গৌরীকুণ্ড এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়।
যান্ত্রিক সমস্যা ও আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করতে যাওয়া স্থানীয় লোকজন প্রথমে হেলিকপ্টারটি দেখতে পায়। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
২ মে হিমালয় মন্দির কেদারনাথের প্রবেশপথগুলো চালু হওয়ার পর থেকে এটি পঞ্চম দুর্ঘটনা।
সূত্র : এনডিটিভি, রয়টার্স
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই