সিলেটের গোয়াইনঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহতদের জন্য ঘোষিত সরকারি অনুদানের তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আশরাফুল আমিনের নাম অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে আশরাফুল আমিন নিজ হাতে ইউএনও রতন কুমার অধিকারীর কাছ থেকে চেক গ্রহণ করেন। তিনি গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জুলাই মাসে সংঘটিত আন্দোলনে আহতদের সরকারি গেজেট (নং ১৮৭, মেডিকেল কেস আইডি ২৩৪৭২)-এ তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, আশরাফুল আমিন সেই সময় আন্দোলনকারীদের উপর হামলাকারীদের অন্যতম ছিলেন। এখন তিনি কীভাবে আহতদের অনুদান তালিকায় স্থান পেলেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এই বিষয়ে শিক্ষার্থীরা বলেন, “আমরা হতবাক হয়েছি। যারা আমাদের গুলি করেছে, তারাই আজ আহত হিসেবে চেক নিচ্ছে! এটা চরম অবিচার। প্রকৃত আহতরা বাদ পড়েছে, পক্ষপাতদুষ্টদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তদন্ত ও অবিলম্বে তালিকা থেকে তার নাম বাতিলের দাবি জানাই।”
আশরাফুল আমিন অবশ্য দাবি করেন, তিনি বর্তমানে রাজনীতি থেকে দূরে এবং আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন। তার ভাষ্য, “২০২৪ সালের ৪ আগস্ট আমি আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হই। শরীরে পাঁচটি গুলি লাগে, যার মধ্যে তিনটি বের করা গেলেও এখনো দুটি রয়ে গেছে। আমি নিজে এই তালিকায় নাম দিইনি, এটি সম্পূর্ণ প্রশাসনের কাজ।”
তিনি আরও জানান, ২০১৭ ও ২০১৮ সালে দুটি হত্যা মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন এবং সেই সময় থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনার পরপরই সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেন জানান, “ঘটনাটি জানার পর একটি প্রতিনিধি দল নিয়ে আমরা গোয়াইনঘাট এসেছি। প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। একজন হামলাকারী কীভাবে অনুদানের তালিকায় আসে, তা খতিয়ে দেখা হবে। ভুয়া আহতদের তালিকা থেকে বাদ দেওয়া না হলে আমরা আরও কঠোর অবস্থানে যাবো।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ