সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতির পদে সাবেক ছাত্রলীগ নেতা মো. সাব্বির হোসেনকে নিয়োগ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সম্প্রতি শাহজাদপুর কলেজ ছাত্রদলের ৮ সদস্যের একটি আংশিক কমিটির অনুমোদন দেয়। সেই কমিটিতে সভাপতির দায়িত্ব পান সাব্বির হোসেন, যিনি অতীতে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
নেতাকর্মীদের অভিযোগ, কিছুদিন আগেই যাকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতারা ফুল দিয়ে বরণ করেছিলেন, তিনিই এখন ছাত্রদলের সভাপতি হিসেবে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা পাচ্ছেন। এর প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বির হোসেনের ছাত্রলীগ এবং বিএনপি নেতাদের সঙ্গে তোলা একাধিক ছবি ও দলীয় প্যাড ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল নেতা বলেন, “সংগঠনে বহু ত্যাগী কর্মী থাকতেও একজন সাবেক ছাত্রলীগ নেতাকে এভাবে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা আমাদের জন্য লজ্জাজনক ও হতাশাজনক।”
সাব্বির হোসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “তখন আমার এলাকার এক ভাইয়ের সঙ্গে ছিলাম। সে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রাসেলকে সংবর্ধনা দিতে গিয়েছিল, আমিও গিয়েছিলাম। তখন তোলা ছবিগুলো ছড়িয়ে পড়েছে। আর যেটা প্যাডে নাম দেওয়া হয়েছে, সেটা আমার নয়।”
শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাজাহার হোসেন জানান, “সাব্বিরকে আমরা আগে দলে দেখিনি। সে কীভাবে কমিটিতে এল, জানি না।”
উপজেলা আহ্বায়ক আল মামুন হোসেন জুয়েল বলেন, “সে আগে ছাত্রলীগ করত, তবে কোনো পদে ছিল না।”
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বলেন, “কমিটির ব্যাপারে কিছু জানি না। তবে সাব্বির আন্দোলনে আমাদের সঙ্গে ছিল।”
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হীরু জানান, “সে ২০২০ সালে ছাত্রলীগের কমিটিতে ছিল। তবে ‘জুলাই আন্দোলনের’ আগে সে দলে যোগ দেয়। আমরা যাচাই করেই তাকে পদ দিয়েছি।”
সূত্র:কালবেলা
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ