ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেছে ইরান। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিবৃতিতে জানানো হয়, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫৬ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, টানা নয় দিনের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে ৫৪ জন নারী ও শিশু রয়েছেন।
তিনি জানান, হতাহতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে ২ হাজার ২২০ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ২৩২ জনকে হামলার স্থানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কেরমানপুর আরও বলেন, এই সময়ের মধ্যে আমাদের নিবেদিত মেডিকেল টিম দেশজুড়ে ৪৫৭টি অস্ত্রোপচার পরিচালনা করেছে।
চলমান এই মানবিক বিপর্যয়ে স্বাস্থ্য খাতের ওপর তীব্র চাপ পড়ছে বলে জানা গেছে। ইরানের বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা চালু থাকলেও দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
বিশ্লেষকরা বলছেন, বেসামরিক নাগরিকদের এ ধরনের হতাহত আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের ইঙ্গিত দেয় এবং এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই