ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালালেও তাদের হাতে কখনোই কোনো সার্বভৌম ক্ষমতা দেওয়া হবে না। নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সবসময় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে।
নেতানিয়াহু জানান, ইসরায়েল দৃঢ়ভাবে শপথ করেছে—ফিলিস্তিন রাষ্ট্র কখনোই গঠিত হতে দেওয়া হবে না। কেউ এটিকে পূর্ণ রাষ্ট্র বলুক বা অর্ধেক, ইসরায়েল তা মানবে না। “আর কখনো নয়”—এই শপথের কথাও তিনি পুনরুল্লেখ করেন।
এই মন্তব্য তিনি করেছেন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়। ওই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
বৈঠকের সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমি জানি না।” তার এই মন্তব্য নেতানিয়াহুর অবস্থানকে কার্যত কোনো চ্যালেঞ্জ না জানিয়ে বরং সমর্থন করারই ইঙ্গিত দিয়েছে বলে অনেকে মনে করছেন।
নেতানিয়াহুর বক্তব্য স্পষ্ট করেছে যে, বর্তমান ডানপন্থী ইসরায়েলি সরকার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রত্যাখ্যান করছে। এতে করে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের যে সামান্য আশাবাদ ছিল, তাও চূড়ান্তভাবে দুর্বল হয়ে পড়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই