বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছেন, “ভারতীয় বাহিনী আমাদের দেশে প্রবেশ করে লালমনিরহাটের হাসিনুরকে ধরে নিয়ে গেছে, বুকের ওপর পা রেখে গুলি করে হত্যা করেছে।”
শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা জামায়াত ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি প্রশ্ন তোলেন, “হাসিনুর কি মানুষ নয়? একজন মানুষকে এইভাবে হত্যা করা যায়?” ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা তাদের স্বাধীনতাকে সম্মান করি। প্রতিবেশী হিসেবে সম্মান ও সম্প্রীতির ভিত্তিতে থাকতে চাই। তবে তাদেরও ভাবা উচিত, আমরা ভালো না থাকলে তারা কতটা ভালো থাকবে।”
প্রধান উপদেষ্টার ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডিসেম্বরের নির্বাচন আমরা চাই, তবে তার আগে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। “প্রয়োজনীয় সংস্কার ছাড়া পেশিশক্তির কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।”
তিনি দাবি করেন, ফ্যাসিবাদের পতনের পর জামায়াত কর্মীরা ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন। “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে না হয়। সংখ্যালঘু নয়, সবাই সমান নিরাপত্তা পাবে। আমরা এর নিশ্চয়তা দিতে প্রস্তুত।”
শফিকুর রহমান বলেন, “আমরা কোরআনের শাসনে বিশ্বাস করি, সৎ মানুষের শাসন চাই। যারা আল্লাহকে ভয় করে, তারা কখনো মানুষের সম্মান নষ্ট করে না।”
আওয়ামী লীগ সম্পর্কে কড়া সমালোচনা করে তিনি বলেন, “গুম, খুন, আয়না ঘরে বন্দি করে মানুষের কণ্ঠরোধ করেছে তারা। শুধু গদি নয়, দেশ ছেড়ে পালিয়েছে। যারা দেশপ্রেমিক তারা পালায় না, বিদেশে বেগমপাড়া গড়ে তোলে না।”
তিনি আরও অভিযোগ করেন, “আজও সড়ক, কলকারখানাসহ সর্বত্র চাঁদাবাজ আর দখলবাজদের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ। সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, এটিকে আমরা সাধুবাদ জানাই।”
এই বক্তব্যে ডা. শফিকুর রহমান দলটির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, জাতীয় নিরাপত্তা, নির্বাচন, প্রতিবেশী সম্পর্ক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
ফয়জুল করীমের পক্ষে বরিশালে উত্তাল জনতা, মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ
কার পক্ষে প্রশাসন? একে অপরকে দুষছে এনসিপি-বিএনপি
ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও নিরাপত্তায় অগ্রাধিকার: জামায়াত আমির
আগামী নির্বাচন নিয়ে ইতিবাচক বার্তা, দেশের ইতিহাসে সেরা বলছেন প্রধান উপদেষ্টা
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না