আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করাতে না পারলে সেটি হাইকোর্টের আদেশের সরাসরি অবমাননা হিসেবে গণ্য হবে বলে স্পষ্ট জানিয়েছেন তার আইনজীবীরা।
বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন খারিজ হয়ে যাওয়ার ফলে এখন আর শপথ গ্রহণে কোনো আইনি বাধা নেই। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ইশরাক হোসেন এখন অবিলম্বে শপথ নিতে পারেন। আমরা মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে শপথ গ্রহণের সুযোগ না দিলে সেটি আদালতের রায় অমান্য করার শামিল হবে।”
তিনি আরও বলেন, “সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখন ইচ্ছাকৃতভাবে শপথ গ্রহণে বিলম্ব করে, তবে সেটি আদালত অবমাননার গুরুতর উদাহরণ হবে এবং আমরা সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।”
ইশরাক হোসেনের আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আজকের রায়ের পর কোনো অনিশ্চয়তা নেই। শপথ গ্রহণের পথে আর কোনো আইনগত জটিলতা নেই। আমরা আশা করছি রাষ্ট্রপক্ষ দ্রুত বিষয়টি বাস্তবায়ন করবে।”
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ী হওয়ার পরও দীর্ঘদিন ধরে শপথ নিতে না পারার বিষয়ে ইশরাক হোসেন হাইকোর্টে আইনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আদালতের রায়ে রিট খারিজ হওয়ায় এখন তার শপথ গ্রহণের পথে সব ধরনের আইনি বাধা দূর হয়েছে।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড