চীন ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে একে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে চীন ইসরায়েলকে সকল ধরনের ঝুঁকিপূর্ণ সামরিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন,
“চীন বিরোধ ও সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি এবং তা সম্প্রসারণের বিরুদ্ধে। আমরা ইসরায়েলের সামরিক অভিযানের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”
তিনি আরও বলেন,
“বর্তমান উত্তেজনা ইরানের পারমাণবিক ইস্যুতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। এই পরিস্থিতি সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।”
শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় পরিসরের বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থেকে বিরত রাখা।
এর জবাবে, শুক্রবার রাতেই ইরান পাল্টা হামলা চালায়। এর ফলে জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়, এবং সেখানকার জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চীন ইতোমধ্যে ইসরায়েল ও ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের সতর্ক করেছে। দেশটির সরকার “জটিল ও অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি” উল্লেখ করে নাগরিকদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।
সূত্র: শিনহুয়া নিউজ, রয়টার্স
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই