পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্দি বিরোধী নেতা ইমরান খান ভারতীয় আগ্রাসনের সম্ভাব্য পুনরাবৃত্তির বিষয়ে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্যই প্রতিশোধ নিতে পারেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তার বোন আলেমা খান। সাক্ষাৎ শেষে তিনি বলেন, ইমরান খান তাদের জানিয়েছেন— জাতির এই মুহূর্তে সজাগ ও প্রস্তুত থাকা জরুরি। যুদ্ধ বা সংঘাতকালীন সময়ে তাৎক্ষণিক ও দৃঢ় জবাব দেওয়া উচিত।
ইমরান খান পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন এবং বলেছেন, এই জবাব জাতির মনোবল যেমন বাড়িয়েছে, তেমনি কারাগারে থাকা মানুষদের মনেও সাহস জুগিয়েছে। তার দল পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম জানিয়েছেন, ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন— মোদির ‘প্রতারণামূলক ও অবিশ্বস্ত’ স্বভাব ভারতের আগ্রাসনের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তুলেছে। এ কারণে পাকিস্তানকে সম্ভাব্য সংঘাতের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সরকারের সমালোচনা করে বলেছেন, যখন ভারতের মতো শত্রুর সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব, তখন দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সংলাপে বাধা কোথায়? তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারত-পাকিস্তানের মধ্যে সংলাপ শুরু করার ক্ষেত্রে সহযোগিতা করা।
গহর আলী আরও জানান, পিটিআই সর্বদা জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপে অংশ নিতে প্রস্তুত। সরকার যদি একটি সর্বদলীয় সম্মেলন আহ্বান করে, তবে দলটি সেখানে অংশগ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই