বাংলাদেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোকে এ সময় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,
“ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।”
আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে,
কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান, ট্রলার ও মাঝিমাল্লাদেরকে পরিস্থিতি বুঝে সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে আকস্মিক ঝড় বা বজ্রপাতের ঘটনায় জনসাধারণের ক্ষয়ক্ষতি রোধ করা যায়।
ঈদের আগে এবং বর্ষা মৌসুমের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে এমন ঝড়-বৃষ্টি একটি স্বাভাবিক আবহাওয়াগত ঘটনা হলেও, নদীপথ ও খোলা জায়গায় চলাচলকারীদের জন্য তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসরণ ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।