অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক বর্বর হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার সরকারের গণমাধ্যম দপ্তর জানায়, ইসরায়েলের টানা ৭১ দিনের অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। তবে ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া গাজার বাইরে, ইয়েমেনের হোদেইদা, রাস ইসা এবং সালিফ বন্দরের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওইসব এলাকায় হামলার আগে স্থানীয়দের সরে যেতে সতর্কবার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ মানুষকে হত্যা করে এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে। এই হামলার জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ প্রতিশোধমূলক অভিযান শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো এই হামলাগুলোকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতাবিরোধী’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিকভাবে গাজায় চলমান এই গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন দেশ থেকে নিন্দা জানানো হলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ দেখা যায়নি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই