বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। গতকাল (বুধবার) মক্কায় প্রবাসীদের সংগঠন বিপিএস-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, “তাদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন, আর নাগরিক অধিকার—ভোটাধিকার—দিবেন না, তা হতে পারে না।” তিনি আরও বলেন, “বিদেশে থাকা বাংলাদেশিরাও নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন। তাই স্বচ্ছ ও নির্ভরযোগ্য ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”
বিপিএস সভাপতি মাওলানা আযাদ সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “নির্বাচনে অংশগ্রহণের অধিকার শুধু দেশে থাকা নাগরিকদের নয়, প্রবাসীরাও সেই অধিকার সমানভাবে প্রাপ্য।”
তিনি গত ৩০ জুন মদীনায় পৌঁছেন এবং ১ জুলাই মক্কায় উমরাহ পালন করেন। আজ বৃহস্পতিবার তিনি দেশে ফেরার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ