জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে হামলার জবাব হিসেবে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পৃথক ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত।এতে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। তাদের দাবি, নিহত সবাই ‘জঙ্গি’ এবং লস্কর-ই-তৈয়বা ও জয়শ-ই-মোহাম্মদের সদস্য। তবে পাকিস্তানের আইএসপিআর ২৬ জন নিহতের কথা স্বীকার করেছে।
এদিকে জবাবে পালটা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বাঁধছে। এরই মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী ‘সাদা পতাকা’ উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
বুধবার (৭ মে) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা, এনডিটিভি ও সামা টিভি।
উচ্চস্তরের নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল চোরা কমপ্লেক্স যেখানে ভারতীয় বাহিনী অবশেষে সাদা পতাকা উত্তোলন করেছে। যা যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক।
পাকিস্তানি বাহিনী প্রতিটি ভারতীয় উসকানির উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনারা কাশ্মিরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণরেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এ দাবি করেছে। পরে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্সে এ দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন।
সেখানে তিনি বলেছেন, প্রথমে তারা (হামলার) তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা (যুদ্ধের) মাঠ থেকে পালিয়ে গেছে।
আল জাজিরা অবশ্য স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনি।
এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।
এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।
অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছেন, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে পাকিস্তানে চালানো হামলাকে ‘অপারেশন সিঁদুর’ আখ্যা দিয়েছে ভারত। এনডিটিভি বলছে, ভারতের এ হামলায় ৬০ জনের বেশি ‘জঙ্গি’ আহত হয়েছে। হামলাগুলো চালানো হয়েছে, মুজাফ্ফারবাদ, কোটলি, ভাওয়ালপুর, রাওয়ালকোর্ট, চাকসওয়ারি, বিমবের, নিলুম ভ্যালি, ঝেলহুম ও চাকওয়াল।
তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হামলায় ২৬ জন বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই