পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারত গত শুক্রবার মধ্যরাতে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যেগুলোর সবই ভারতের নিজস্ব রাজ্য পাঞ্জাবে গিয়ে পড়েছে। তার অভিযোগ, ভারত এই হামলা ইচ্ছাকৃতভাবে করেছে এবং তারা সংখ্যালঘু শিখ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে।
মধ্যরাতের এ অভিযানের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গত মঙ্গলবার আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারতীয় মিসাইল হামলার পর সেই ঘটনা প্রথম জানিয়ে দেন ডিজিএফআই প্রধান, যেটি পরে ভারত সরকারও স্বীকার করে।
আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাঞ্জাবের ঝালান্দার জেলার অদমপুর এলাকা থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোঁড়া হয়। এর মধ্যে একটি অদমপুরে এবং বাকি পাঁচটি অমৃতসর অঞ্চলে আঘাত হানে।
তিনি বলেন, “ভারত নিজের দেশের শিখ সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। এটি অবাক করার মতো এবং স্পষ্টভাবে অভ্যন্তরীণ ষড়যন্ত্রেরই অংশ। শিখ ও সংখ্যালঘুদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে।”
চৌধুরীর অভিযোগ, এ হামলা ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদিত উসকানিমূলক কাজ। “ভারত এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে তারা নিজ দেশের জনগণের ওপরই ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে,”—যোগ করেন তিনি।
এদিকে ঘটনার রাতে অমৃতসরে সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং সেখানকার বিভাগীয় কমিশনার ব্ল্যাকআউট নিশ্চিত করতে নির্দেশ দেন বলে জানা গেছে।
সূত্র: দ্য ডন, রয়টার্স
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই