পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“ভারত আগুন নিয়ে খেলছে। এ ধরনের হঠকারী এবং উসকানিমূলক হামলার পরিণতি তাদের ভোগ করতেই হবে।”
তিনি আরও বলেন,
“ভারত এখন নিজেদের বিচারক, জুরি এবং শাস্তিদাতা মনে করছে। তারা একটি পরমাণু শক্তিধর দেশের অভ্যন্তরে দিব্যি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভাবছে, কোনো জবাব ছাড়াই পার পেয়ে যাবে। এ ধরনের অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য চরম হুমকি।”
হিনা রব্বানী খার জানান, পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন সম্পর্কে সতর্ক করেছিল। তিনি ভারতের এই রাতের হামলাকে ‘অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, ভারতীয় পক্ষ দাবি করেছে, জম্মু ও কাশ্মিরে পাকিস্তানপ্রশাসিত অংশ থেকে চালানো সন্ত্রাসী হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে। তবে পাকিস্তান বলছে, এটি একটি উস্কানিমূলক ও সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কাজ। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের অভ্যন্তরে প্রতিরোধমূলক হামলা চালানোর দাবি করেছে।
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এই উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই