ভারত সরকার আবারও স্পষ্ট করেছে, পাকিস্তানের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরের অংশ ফিরিয়ে আনা নিয়ে তাদের দীর্ঘদিনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। মঙ্গলবার (১৩ মে) নয়াদিল্লিতে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৈসওয়াল।
তিনি বলেন,
“কাশ্মীর সংক্রান্ত যেকোনো বিষয়ই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য—এটাই ভারতের দীর্ঘদিনের জাতীয় অবস্থান। এই নীতিতে কোনো পরিবর্তন হয়নি।”
তিনি আরও জানান,
“এই সংকটের মূল বিষয় হলো—পাকিস্তান যেন তাদের অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড খালি করে।”
মোদীর হুঁশিয়ারি: সন্ত্রাস আর সংলাপ একসাথে চলবে না
এর আগের দিন (১২ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অপারেশন সিন্দূর’-এর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন,
“কাশ্মীর নিয়ে আলোচনার প্রশ্নই আসে না। আলোচনা হতে পারে কেবল সন্ত্রাস দমন এবং পাক-অধিকৃত কাশ্মীর (PoK) ফেরত আনা নিয়ে।”
তিনি আরও বলেন,
“সন্ত্রাস ও সংলাপ, সন্ত্রাস ও বাণিজ্য, এমনকি সন্ত্রাস ও পানিও একসাথে প্রবাহিত হতে পারে না।”
এই বক্তব্যে মোদী একদিকে যেমন পাক-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলিকে হুঁশিয়ারি দেন, তেমনি ভারতের সন্ত্রাসবাদবিরোধী নীতিতে কঠোর পরিবর্তনের ইঙ্গিতও দেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব ও ভারতের প্রত্যাখ্যান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কাশ্মীর সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন,
“হাজার বছরের দ্বন্দ্ব শেষে সমাধানে পৌঁছাতে আমরা একসাথে কাজ করতে পারি।”
পাকিস্তান প্রস্তাবটি স্বাগত জানালেও, ভারত তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর আগে ২০১৯ সালেও ট্রাম্প একই দাবি করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন—প্রধানমন্ত্রী মোদী নাকি তাকে ব্যক্তিগতভাবে মধ্যস্থতার অনুরোধ করেছিলেন। তবে ভারত তখনও এ দাবি প্রত্যাখ্যান করেছিল।
এই প্রেক্ষিতে রণধীর জৈসওয়াল বলেন,
“কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয়, এবং এর জন্য কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই।”
মার্কিন পররাষ্ট্র দপ্তরও পরে জানায়,
“কাশ্মীর ইস্যু ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় এবং যুক্তরাষ্ট্র কেবল সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।”
সূত্র:দৈনিক জনকন্ঠ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই