ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের বিজয় হয়েছে দাবি করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, মিথ্যাবাদী জায়নবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।
আজ (২৬ জুন) বৃহস্পতিবার তার তৃতীয় ভিডিও বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেন, 'এত হম্বিতম্বি ও অহংকার সত্ত্বেও ইরানের আঘাতে ইসরায়েলের শাসনব্যবস্থা প্রায় ধ্বংস ও চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।'
খামেনি দাবি করেন, 'জায়নবাদী শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।'
দেশটির সর্বোচ্চ নেতা তার ভিডিও বার্তায় আরও বলেছেন, ইরান এবার 'আমেরিকার মুখে কষে একটি থাপ্পড় মেরেছে'।
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আমেরিকা যুদ্ধে হস্তক্ষেপ করেছে, কারণ 'তারা ভেবেছে যদি তারা হস্তক্ষেপ না করে, তাহলে ইহুদিবাদী সরকার [ইসরায়েল] সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।'
তিনি বলেন, প্রধান মার্কিন ঘাঁটির নিরাপত্তা ভেঙে ঢুকতে পারা এবং সফলভাবে হামলা করাটা ইরানের একটি দুর্দান্ত পদক্ষেপ।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ফের ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও এই পদক্ষেপের পুনরাবৃত্তি করা হতে পারে।
খামেনি বলেন, ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের নগর ও সামরিক এলাকার বহু-স্তরীয় প্রতিরক্ষা এবং লক্ষ্যবস্তু ভেদ করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জন্য অনেক মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, ইরানের শত্রুরা ক্ষেপণাস্ত্র বা আমাদের পারমাণবিক কর্মসূচির মতো অজুহাত ব্যবহার করে, কিন্তু তারা আসলে আমাদের আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানের ওপর মার্কিন হামলা ছিল ট্রাম্পের 'শোম্যানশিপ', এর বেশি কিছু নয়।
তিনি বলেন, আমেরিকা [আমাদের] পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে, কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি।
আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, 'বিভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয়'হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই