আজ সকালে যুদ্ধবিরতি রাজি হওয়ার কথা জানায় ইরান ও ইসরায়েল। তবে কয়েক ঘণ্টার মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ করে ইসরায়েল, পরে তা অস্বীকার করেছে ইরান।
গত কয়েক ঘণ্টায় দুই দেশের মধ্যে সংঘাতে একাধিক নাটকীয় মোড়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। সাম্প্রতিক সময়ে যে যে ঘটনাবলী দেখা গিয়েছে তার একটি সারসংক্ষেপ উল্লেখ করা হলো-
- ব্রিটশ সামার টাইম অনুযায়ী ঠিক সকাল ছয়টা বেজে আট মিনিটে মার্কিন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
- তার এক ঘণ্টা পর ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি। অন্যদিকে, ইরান এর আগেই জানিয়েছিল ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে তারাও হামলা বন্ধ করবে।
- এরপর সাড়ে আটটা নাগাদ ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইরানের পক্ষ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং উত্তর ইসরায়েলের আকাশপথে সেগুলিকে প্রতিহত করেছে।
- ইরান কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করলেও আইডিএফ জোর দিয়ে জানিয়েছে, ইসরায়েল “বল প্রয়োগের মাধ্যমে” এর জবাব দেবে।
- যুদ্ধবিরতি শুরুর আগে রাতভর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাত দেখা গিয়েছে।
- ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র সে দেশের রাজধানী ও অন্যান্য শহরে আঘাত হেনেছে। এর ফলে একজন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।
- স্থানীয় কয়েকজন বাসিন্দা বিবিসি পার্সিয়ান সার্ভিসকে জানিয়েছেন, ১২ দিন আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা সবচেয়ে ‘তীব্র’ আঘাত প্রত্যক্ষ করেছেন।
- ইসরায়েলের বিয়েরশেবায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন।