ইরানের রাজধানী তেহরানে বৈঠকে মিলিত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানায়।
বৈঠকে দুই দেশের সামরিক প্রধানেরা সীমান্ত অঞ্চলের নিরাপত্তা জোরদার, সামরিক সহযোগিতা বাড়ানো এবং সীমান্ত এলাকাকে বাণিজ্য ও অর্থনৈতিক সংযুক্তির অঞ্চল হিসেবে রূপান্তরের সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা করেন। এই উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চার-দেশীয় সফরের অংশ হিসেবে বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন। সফরের পরবর্তী ও শেষ ধাপে তিনি তাজিকিস্তান যাবেন।
এর আগে সফরের প্রথম ধাপে ইরান ভ্রমণকালে সোমবার প্রধানমন্ত্রী শেখবাজ শরিফ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, সামরিক ও কূটনৈতিক এই উচ্চ পর্যায়ের যোগাযোগগুলো ইরান-পাকিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে। বিশেষত দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার পটভূমিতে এই আলোচনাগুলো আঞ্চলিক সহাবস্থান ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাকে উজ্জ্বল করছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই