ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলে, তাহলে ইরানও যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি 'যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, ইরান তা লঙ্ঘন করবে না'।
'কিছু সমস্যা ও অভিযোগ সত্ত্বেও ইরানী জনগণ আবারও সেটা প্রমাণ করেছে যে তারা শেষ পর্যন্ত শত্রুর আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে', যোগ করেন তিনি।
সূত্র: বিবিসি
ইরান ও ইসরায়েল সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, 'ইসরায়েল ও ইরান উভয়ই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল!'
তিনি লিখেছেন, 'সব পারমাণবিক স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা, আর তার পর যুদ্ধ বন্ধা করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল!'
এর কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েল ও ইরান উভয় দেশের সমালোচনা করেন ট্রাম্প।
সূত্র: বিবিসি
যুদ্ধবিরতি লঙ্ঘন করায় নেতানিয়াহুর ওপর 'খুবই বিরক্ত' ট্রাম্প
আল জাজিরার যুক্তরাষ্ট্রের সংবাদদাতা ফিল লাভেল বলেছেন, ইরানে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ট্রাম্প 'খুবই বিরক্ত' এবং সম্ভবত 'বিশ্বাসঘাতকতা' বোধ করছেন।
ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েল ও ইরান উভয়ই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে।
লাভেল উল্লেখ করেন, 'তিনি (ট্রাম্প) ইসরায়েল ও ইরান উভয়ের ওপরই ক্ষুব্ধ। কিন্তু আপনি সত্যিই বলতে পারেন যে তার এই অতিরিক্ত ক্ষোভ ইসরায়েলের প্রতিই।'
তিনি যোগ করেন, ট্রাম্প 'স্পষ্টতই খুবই বিরক্ত এবং সম্ভবত নেতানিয়াহু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে বোধ করছেন'।
সূত্র: আল জাজিরা
ইসরায়েল, ওসব বোমা ফেলো না: ট্রাম্প
একইসঙ্গে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের হামলা চালানো উচিত নয়।
মার্কিন প্রেসিডেন্ট পোস্টে লিখেছেন, 'ইসরায়েল। ওসব বোমা ফেলো না। যদি এটা করো, তাহলে এটি হবে বড় লঙ্ঘন। তোমার পাইলটদের এখনই ঘরে ফেরাও।'
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
ইসরায়েল বলেছে, তারা এই প্রস্তাবে সম্মত হয়েছে। অন্যদিকে ইরানও বলেছে, ইসরায়েল যদি একই কাজ করে তবে তারাও হামলা বন্ধ করবে।
ইসরায়েলের সামরিক বাহিনী পরবর্তীতে বলেছে যে তারা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তেহরান নতুন হামলার কথা অস্বীকার করেছে।
সূত্র: বিবিসি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই