ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আরও তিনজন ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচারবিভাগ-সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, তারা ইরানে হত্যাকাণ্ড পরিচালনার জন্য সরঞ্জাম পাচারের চেষ্টাও করেছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
দণ্ডপ্রাপ্তদের নাম ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রাসুল আহমদ রাসুল—যাদের ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগে গ্রেফতার ও বিচার করা হয়।
রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে আরও ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ১২ দিনের বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যাতে সন্মতি জানিয়েছে দেশ দু’টি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই