লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্পষ্টতই ইতিবাচক। দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে দেশের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা ও সংকট অনেকটাই কেটে গেছে।
তিনি বলেন, বৈঠকের ফলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো বড় ধরনের জটিলতা থাকবে না। বিশেষ করে "রাষ্ট্র সংস্কার" ও "জুলাই সনদ" প্রসঙ্গে বিএনপির সম্মতিকে তারা ইতিবাচকভাবে দেখছেন। একইসঙ্গে, ইসলামী আন্দোলন মনে করছে, বিএনপি তাদের পূর্ববর্তী অনড় অবস্থান থেকে কিছুটা সরে এসে একটি যৌক্তিক সমাধানের পথে এসেছে, যা রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, রমজানের আগে নির্বাচনের সময়সূচি না দেওয়ার পেছনে তারেক রহমান যে যুক্তি দেখিয়েছেন, সেটিকে সম্মান জানানোর মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসও দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতার মধ্য দিয়ে সব রাজনৈতিক দল একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে এবং আগাম সংকট এড়ানো যাবে।
সার্বিকভাবে, ইসলামী আন্দোলনের বক্তব্য থেকে বোঝা যায়, তারা এই মুহূর্তে একটি অন্তর্বর্তী সমঝোতাভিত্তিক রাজনৈতিক ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে এবং অন্তত এই পর্যায়ে প্রধান উপদেষ্টা ও বিএনপির যৌথ উদ্যোগকে সমর্থন দিচ্ছে। এটি জাতীয় রাজনীতিতে একটি বড় বার্তা হতে পারে — বিশেষ করে যারা নির্বাচনপন্থী অবস্থানে থেকে পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছিল।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ