ইসরাইল গাজায় চলমান সামরিক অভিযান বিস্তৃত করতে আরও ৫০ হাজার রিজার্ভ সৈন্য যুক্ত করার অনুমোদন দিতে যাচ্ছে, ফলে মোট রিজার্ভ সৈন্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজারে। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এবং তুর্কি বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার (২৬ মে) জেরুসালেমের সিটি অব ডেভিডে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেয়া হবে।
এই সিদ্ধান্ত এসেছে ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ নামে সামরিক অভিযানের অংশ হিসেবে, যার অধীনে উত্তর গাজা থেকে জনসাধারণকে সরিয়ে নেয়া এবং কিছু অঞ্চল দখলের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে সক্রিয় ৪ লাখ রিজার্ভ সৈন্যের সেবার মেয়াদ ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হবে। এতে সৈন্যদের যুদ্ধ ও সামরিক কার্যক্রমে সক্রিয় রাখা সম্ভব হবে।
ইসরাইলের ভেতর থেকেও এই সিদ্ধান্তের প্রতিবাদ উঠেছে। ‘Mothers on the Front Line’ নামের সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আয়েলেত হাশাচার সাইদোফ বলেছেন:
“আমরা চাই নেতানিয়াহুর যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধ একটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলক সেনাসেবায় অস্বীকৃতিকারী সরকারকে রক্ষা করছে।”
ইসরাইলি মিডিয়া আরও জানায়, সেনাবাহিনী ইতিমধ্যে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠানো শুরু করেছে।
এই পদক্ষেপ গাজা উপত্যকায় সংঘর্ষের তীব্রতা এবং ইসরাইলের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার ইঙ্গিত দেয়, যা অঞ্চলজুড়ে আরও মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে তুলছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই