ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ-এর বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।
গত দেড় বছরে এই অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৩২১ জনে এবং আহত হয়েছেন ১,২৩,৭৭০ জন। এদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।
চলমান সংঘাতের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি উভয়পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে দুই মাস না যেতেই গত ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে আইডিএফ।
দ্বিতীয় দফার অভিযানে গত আড়াই মাসে প্রাণ হারিয়েছেন ৩,৮২২ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১১,০০০ জন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই