ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার ভোররাতে ইরানের হেরান প্রদেশে ভয়াবহ ইসরাইলি হামলার পর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ইহুদিবাদী রাষ্ট্রটিকে কঠোর শাস্তি পেতে হবে।”
খামেনি জানান, এই হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটি ইরানের মর্যাদা, সার্বভৌমত্ব এবং মুসলিম বিশ্বের বিরুদ্ধে এক স্পষ্ট আগ্রাসন। তার ভাষায়, “ইরানের পবিত্র ভূমিতে ইসরাইল তার নোংরা ও রক্তাক্ত হাত দিয়ে এক ভয়ানক অপরাধ করেছে। এর জন্য তাদের একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও জানান, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী—বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)—এই ঘটনার জবাবে কোনো ধরনের ছাড় দেবে না।
ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। একই হামলায় নিহত হয়েছেন দুজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং আরও কয়েকজন সামরিক ও রাজনৈতিক শীর্ষস্থানীয় কর্মকর্তা। এ ঘটনায় ইরানে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বিবৃতি শুধু রাজনৈতিক ভাষ্য নয়, এটি সরাসরি প্রতিশোধের ঘোষণা। ধারণা করা হচ্ছে, ইরান শিগগিরই প্রতিরোধমূলক কিংবা পাল্টা হামলা চালাতে পারে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই