ইরান দাবি করেছে, তারা ইসরাইলের দুটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেই সঙ্গে যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি থেকে প্যারাসুটে নামা এক ইসরায়েলি পাইলটকেও আটক করা হয়েছে বলে জানায় ইরানি সেনাবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এবং তেহরান টাইমস এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
তেহরান টাইমসের খবরে বলা হয়, শুক্রবার ভোরে ইরানের আকাশসীমা লঙ্ঘন করে দুটি এফ-৩৫ যুদ্ধবিমান প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ব্যবস্থা নিয়ে উভয় বিমান ভূপাতিত করে।
এ সময় একটি যুদ্ধবিমানের পাইলট প্যারাসুটে করে নিরাপদে মাটিতে নামেন এবং ইরানের ভূখণ্ডে আটক হন। ইরানি জাতীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
মেহের নিউজ এজেন্সির রিপোর্টে আরও বলা হয়, ইরানের প্রতিরক্ষা বাহিনী বিপুল সংখ্যক মাইক্রো এয়ার যান বা ড্রোনও ভূপাতিত করেছে। এর মাধ্যমে ইসরাইলের আকাশ থেকে পরিচালিত গোয়েন্দা কার্যক্রম ও হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করে তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েল সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এফ-৩৫ ভূপাতিত হওয়ার দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর একাংশ এই দাবিকে যাচাই না করে প্রকাশ করেছে।
সম্প্রতি ইসরাইল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালানোর পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান একাধিক সামরিক পদক্ষেপ নিচ্ছে এবং আঞ্চলিক অস্থিরতা বাড়ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই