তফসিল ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য; ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ৩১ জুলাই। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামানের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন। একই দিনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হল সংসদের নির্বাচনের ব্যবস্থাও করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা এবং আচরণবিধি প্রকাশ করা হবে, যার বিপরীতে ২১ মে পর্যন্ত আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশের পর ১–৩ জুলাই নির্বাচনপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ, ১–৭ জুলাই জমা ও যাচাই-বাছাই, ৯ জুলাই খসড়া প্রার্থী তালিকা, ১৪ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কর্মসূচি চলছে।
উপাচার্য জানান, চলতি জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী অভিযুক্ত, তাদের বিরুদ্ধে ২৯ জুনের মধ্যে প্রাতিষ্ঠানিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫’ শীর্ষক মতবিনিময় সভায় বিভাগীয় প্রতিনিধিরা নির্বাচন পরিবেশ নিয়ে আলোচনায় অংশ নেন। দীর্ঘ দশ ঘণ্টার আলোচনার পর ভোর সাড়ে পাঁচটায় প্রশাসন তফসিল ঘোষণায় সম্মত হয়।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর মোট আটবার সফলভাবে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে; সর্বশেষ ১৯৯২ সালে বিএনপি সরকারের সময় সহসভাপতি নির্বাচিত হন মাসুদ হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক হন শামসুল তাবরীজ। ১৯৯৩ সালে ছাত্র–শিক্ষক সহিংসতার পর সার্কুলার ভাঙার কারণে পরবর্তী কোনো নির্বাচন সংগঠিত হয়নি। এবার তিন দশক পর স্বচ্ছতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনাই প্রত্যাশা।