আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে) রাত সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এই প্রতিক্রিয়া জানান।
সমাবেশে তিনি বলেন, “আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগের বিচার চাই।”
তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণেরই প্রতিনিধি, এবং সেই সরকারের উচিত ন্যায়বিচার নিশ্চিত করে জাতিকে সম্মানিত করা।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বলছি না সবাইকে ফাঁসি দিতে হবে। কিন্তু যারা অপরাধী, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ এখন সরকারের দিকে। তাই অন্যদিকে তাকানোর সুযোগ নেই। জনগণ ধামাচাপা কিংবা অন্যায়ের সঙ্গে আপস কিছুই মানবে না।”
তিনি সতর্ক করে বলেন, “জুলাই বিপ্লবের মতো, প্রয়োজনে জাতি আবারও রাজপথে নামবে।”
এর আগে, আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ঘোষণার পর জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেয়। মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবনের নিকটস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত ছিল বিপুলসংখ্যক নেতাকর্মী।
সূত্র:কালবেলা
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ