বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, “জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।”
জাতীয় জীবনের নানা সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরে তার এই বার্তাটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একইদিনে আদালতের এক গুরুত্বপূর্ণ রায়ে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন।
ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রায়ের পর বলেন, “আদালতের এ রায়ের পর আর কোনো আইনি বাধা নেই। এখনই শপথ গ্রহণের সুযোগ রয়েছে। যদি ২৬ মে’র মধ্যে তাকে শপথ গ্রহণ করানো না হয়, তবে তা আদালতের রায় লঙ্ঘন হিসেবে গণ্য হবে।”
এর আগে গত বুধবার রিটের ওপর শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
এই রায় এবং জামায়াত আমিরের বক্তব্য—দুইটি বিষয়ই দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবেদনশীল পরিস্থিতিকে আরও গভীরভাবে সামনে এনেছে, যেখানে আইন, নৈতিকতা এবং জাতীয় ঐকমত্য নিয়ে সকল পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ