ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের জুনে নয়, বরং আগামি রমজানের আগেই অনুষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্ষা ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি মাথায় রেখে নির্বাচনের সময়সীমা নিয়ে দলটির এ অবস্থান তুলে ধরেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার ঢাকায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, বৈঠকে তিনি নির্বাচন বিষয়ে দলের মতামত তুলে ধরেছেন।
“আমাদের ভিউ হচ্ছে, এটা রমজানের আগেই শেষ হয়ে যাক,” বলেন শফিকুর রহমান। “জুন পর্যন্ত অপেক্ষা করতে গেলে বর্ষা, ঝড়ঝাপটা, নানা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। তখন নির্বাচন আয়োজন অনিশ্চিত হয়ে পড়তে পারে।”
বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের প্রশ্ন ছিল, জামায়াত কখন নির্বাচন দেখতে চায়। জবাবে শফিকুর রহমান বলেন, “আমরা তাদের জানিয়েছি, সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা দেখতে চাই, তিনি তার প্রতিশ্রুতিতে অটল আছেন কি না। তবে আমাদের মতামত, রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত।”
রোজার আগেই নির্বাচন চাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “হ্যাঁ, শুধু আগামী না—আগামী অনেক রোজাই আসবে। আমরা চাই, প্রথম রোজার আগেই নির্বাচন হয়ে যাক।”
এই অবস্থান জামায়াতের পূর্বঘোষিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আগে দলটি নির্বাচনের আগে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দিত। কিন্তু এখন, বিএনপির মতো তারাও দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী রমজান শুরু হবে মধ্য ফেব্রুয়ারিতে।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “আমরা ইতোমধ্যে বলেছি কেন সংখ্যানুপাতিক নির্বাচন চাই—আপনারা জানেন। নতুন করে বলার কিছু নেই।”
এদিকে, সম্প্রতি যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শফিকুর রহমানের প্রথম সাক্ষাৎ হয়েছে। তারেক রহমানের লন্ডনের বাসভবনে এই সাক্ষাৎ হয়। সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান নিজেও। এই সাক্ষাৎ রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপির সঙ্গে নির্বাচনের কৌশলগত মতানৈক্য সত্ত্বেও এই সাক্ষাৎ রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে ধরা হচ্ছে। তবে, এই সাক্ষাৎ নিছক সৌজন্য বিনিময়, না কি বৃহত্তর রাজনৈতিক সমঝোতার সূচনা—তা সময়ই বলে দেবে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ