জামায়াতে ইসলামী একযোগে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের পক্ষে মত দিয়েছে। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তাদের প্রস্তাব অনুযায়ী জাতীয় ও স্থানীয়—উভয় নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া উচিত।
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে জামায়াত আরও জানিয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে সংসদ সদস্যদের তিনটি বিষয়ে দলীয় সিদ্ধান্ত মেনে চলা বাধ্যতামূলক রাখার পক্ষে তারা মত দিয়েছে—এই তিনটি হলো অর্থবিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন। এ ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রস্তাবে দলীয় সিদ্ধান্ত মেনে চলার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তাহের বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে তিনটি প্রস্তাবে একমত এবং জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় ইস্যুতে "নোট অব ডিসেন্ট" দিয়ে ভিন্নমত পেশের পন্থা অবলম্বন করবে বলে জানিয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, জরুরি পরিস্থিতি জরুরি বিবেচনায় মোকাবিলা করা হবে, তবে ৭০ অনুচ্ছেদে উল্লেখিত মূল তিন প্রস্তাবে তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ