নিবন্ধন ও প্রতীক না পাওয়ার বিষয়টি নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই দলটি নিবন্ধন এবং তাদের ঐতিহ্যবাহী প্রতীক ফিরে পাবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও চলতি মাসেই সিদ্ধান্ত আসবে।
অন্তর্বর্তী সরকার গঠনের আট মাস পার হলেও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। জামায়াতও পিছিয়ে নেই। দলটি ইতোমধ্যে প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে, যদিও নিবন্ধন ও প্রতীকের বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
নিবন্ধন বিলম্বে নেতাকর্মীদের মাঝে হতাশা থাকলেও বিষয়টিকে স্বাভাবিক বলে মনে করছেন আইনজীবীরা। অ্যাডভোকেট শিশির মনির বলেন, “যৌক্তিক কারণে বিলম্ব হলেও হতাশ হওয়ার কিছু নেই। শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার মামলার চূড়ান্ত রায় হবে।”
তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্টের পর অন্য দলের অনেক নেতা মুক্তি পেলেও জামায়াত নেতা এটিএম আজহার এক যুগের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। এটি দলীয়ভাবে একটি অসন্তোষের জায়গা হলেও তার মুক্তির আইনি প্রক্রিয়া প্রায় শেষ। এখন শুধু শুনানির অপেক্ষা।”
আগামী রোববার (২০ এপ্রিল) থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। তবে ২৩ থেকে ৩০ এপ্রিল প্রধান বিচারপতির বিদেশ সফরের কারণে মামলার চূড়ান্ত শুনানি সাময়িকভাবে পেছাতে পারে। এরপরই দুটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের এই আইনজীবী।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ