বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত জামায়াত বা আমাদের নেতাকর্মীদের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন—তাদের সকলের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এ বক্তব্য দেন তিনি। উপস্থাপক তাকে প্রশ্ন করেন— যুদ্ধাপরাধ মামলায় এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর সংবাদ সম্মেলনে আপনি যে ক্ষমা চেয়েছেন, তাতে কী একাত্তরের প্রসঙ্গও অন্তর্ভুক্ত?
জবাবে জামায়াত আমীর বলেন, “আজকে স্পষ্টভাবে বলছি—শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, যেকোনো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি।”
ডা. শফিক বলেন, “মানুষের মতো দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। আজ যেটা ভুল মনে হচ্ছে, কাল সেটিই হয়তো ইতিহাসে সঠিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা আদর্শিক দল, কিন্তু মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নই।”
তিনি আরও বলেন, “ক্ষমা চাওয়ায় কোনো লজ্জা নেই, কোনো পরাজয় নেই। এটা আমার মানবিক দায়িত্ব। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাদের প্রতি সহানুভূতি থেকেই আমি এই অবস্থান নিয়েছি।”
বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত আমীরের এই বক্তব্য দলটির অতীত ভূমিকার দায় স্বীকার এবং ভবিষ্যতের রাজনৈতিক পুনর্বাসন প্রক্রিয়ার একটি কৌশলগত ধাপ। রাজনৈতিক অঙ্গনে এটি ইতিবাচক বার্তা দিতে পারে, যদিও ভিন্নমতের সমালোচনার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ